Rameshbabu Praggnanandhaa | বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন রমেশবাবু! কেরিয়ারের প্রথম মাস্টার্স খেতাব জিতলেন প্রজ্ঞানন্দ

Monday, February 3 2025, 7:37 am
highlightKey Highlights

বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন ভারতেরই আরেক শ্রেষ্ঠ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ।


দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার হারলেন দোম্মারাজু গুকেশ। বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন ভারতেরই আরেক শ্রেষ্ঠ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। টাটা স্টিল চেস টুর্নামেন্টে টাইব্রেকারে ২:১ ফলে গুকেশকে হারিয়ে কেরিয়ারের প্রথম মাস্টার্স খেতাব জিতলেন প্রজ্ঞানন্দ। রবিবার নেদারল্যান্ডসের ওয়াইক আন জ়িতে আয়োজিত হয়েছিল এই ম্যাচ। ফাইনাল রাউন্ডের শেষে দুই দাবাড়ুই সাড়ে আট পয়েন্টে থাকায় টাইব্রেকারে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। সেখানে গুকেশ একটা ভুল চাল দিয়ে বসায় সুযোগ নিয়ে প্রজ্ঞানন্দ সঠিক টেকনিকে ফাইনাল গেম জেতেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File