WB Police | সামনেই রামনবমী, ছুটি বাতিল রাজ্য পুলিশ কর্মীদের, টানা আটদিন করতে হবে ডিউটি!
Wednesday, April 2 2025, 4:22 am

আগামী আট দিন কোনও ছুটি নিতে পারবেন না পুলিশ কর্মীরা। রাজ্য পুলিশের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর।
সম্প্রতি ঈদের সময় টানা ডিউটি করেছেন রাজ্য পুলিশকর্মীরা। তবে এখনই ছুটি পাচ্ছেন না তারা। মঙ্গলবার পুলিশ মহলের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত কোনো জরুরি কারণ ছাড়া পুলিশ কমিশনারেট বা জেলা পুলিশের এলাকায় কোনও পুলিশকর্মীর ছুটি মঞ্জুর হবে না। উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল রামনবমী। সূত্রের খবর, রামনবমী পালন করতে এদিন রাজ্যজুড়ে বহু মানুষ পথে নামবেন। কানাঘুষো, রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন অশান্তির আশঙ্কা করছে পুলিশের উপরমহল।
- Related topics -
- রাজ্য
- পুলিশ প্রশাসন
- রাজ্য পুলিশ
- কলকাতা পুলিশ
- পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- গরমের ছুটি
- পশ্চিমবঙ্গ
- পুলিশ কনস্টেবল