Ram Bhanji Sutar | প্রয়াত ‘স্ট্যাচু অফ ইউনিটি'-র মূর্তিকার ভাস্কর রাম ভানজি সুতার!

The Hinduর প্রতিবেদন অনুযায়ী, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন রাম সুতার।
না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত ভাস্কর রাম ভানজি সুতার। মৃত্যুর সময় বয়স হয়েছিল ১০০ বছর। বুধবার রাতে নয়ডায় নিজ বাসভবনে প্রয়াত হন এই কিংবদন্তী। গুজরাটের বল্লভভাই প্যাটেলের ‘স্ট্যাচু অফ ইউনিটি'র স্রষ্টা তিনিই। হরিয়ানার জ্যোতিসারে ৪০ ফুট উঁচু কৃষ্ণের ‘বিশ্বরূপ’ মূর্তি, কলকাতা বিমানবন্দরে ১৮ ফুট উঁচু নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, নয়া দিল্লির ১৫ জনপথে ডক্টর ভিমরাও আম্বেদকরের চেয়ারে বসে থাকা ১৫ ফুট উঁচু ব্রোঞ্জ মূর্তি সবই তাঁর কীর্তি। ১৯৯৯এ ‘পদ্মশ্রী’ ও ২০১৬ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে সম্মানিত করা হয় তাঁকে।
- Related topics -
- দেশ
- স্ট্যাচু অব ইউনিটি
- মৃত্যু
- ভারত
