IFFI । রিলিজের আগেই IFFIর নমিনেশনে নাম নন্দিতা শিবপ্রসাদের ' আমার বসে'র, রুপোলি পর্দায় কামব্যাক রাখি গুলজারের

Saturday, October 26 2024, 1:31 pm
highlightKey Highlights

"উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে আসছে নন্দিতা শিবপ্রসাদের নতুন ছবি 'আমার বস', রাখি গুলজার অভিনয় করছেন সিনেমাটিতে। রিলিজের আগেই গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (আইএফএফআই) এ নির্বাচিত হয়েছে ছবিটি।


'বহুরূপী'র সাকসেসের মাঝেই ফের বড়ো সাফল্য পেলো নন্দিতা শিবপ্রসাদের নতুন ছবি 'আমার বস'। রিলিজের আগেই গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (IFFI) নির্বাচিত হয়েছে সিনেমাটি। ‘আমার বস'-এর পাশাপাশি নন্দিতা শিবপ্রসাদের 'ভূতপরী' ও 'অঙ্ক কী কঠিন' ছবি দু'টিও জায়গা করে নিয়েছে এই নমিনেশনে। ছবির অন্যতম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী রাখি গুলজার। এছাড়াও 'আমার বস' এর মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাসের। প্রসঙ্গত, এ বছর পুজোয় রিলিজ হওয়ার কথা ছিল ছবিটির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File