Rajkummar Rao-Patralekha | রাজকুমার-পত্রলেখার কোল আলো করে এলো ‘নতুন সদস্য’, চতুর্থ বিবাহবার্ষিকীতেই দিলেন সুখবর

ইনস্টাগ্রাম পোস্ট করে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু’জনে।
বিয়ের চার বছরের মাথায়ই জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখা। শনিবার সকালে ইনস্টাগ্রামে তারকা লিখলেন, “চতুর্থ বিবাহবার্ষিকীতে ভগবানের দেওয়া সেরা আশীর্বাদ।” স্বামী-স্ত্রী থেকে এবার কন্যাসন্তানের বাবা-মা হলেন রাজকুমার এবং পত্রলেখা। জানা গিয়েছে, নতুন মা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছে। গত ৯ জুলাই, সোশাল মিডিয়ায় পোস্ট করে সন্তানের বাবা-মা হতে চলার সুখবর দিয়েছিলেন তাঁরা। অবশেষে অপেক্ষার অবসান হলো। শুভেচ্ছাবার্তায় ভরে যাচ্ছে অভিনেতার মিষ্টি পোস্টের কমেন্টবক্স।
- Related topics -
- বিনোদন
- রাজকুমার রাও
- সিনেমাা
- অভিনেতা
- প্রেগন্যান্সি
- শিশু
- শিশুকন্যা
- বলিউড
