খেলরত্ন পুরস্কার-এ নাম পরিবর্তন, রাজীব গাঁধীর বদলে ধ্যানচন্দের নাম রাখলো কেন্দ্রীয় সরকার
Friday, August 6 2021, 10:47 am
Key Highlights
'রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার'-এর পরিবর্তে নতুন নাম 'মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার' রাখল কেন্দ্রীয় সরকার। । শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা ঘোষণা করলেন। ধ্যানচন্দকে এককথায় 'হকির জাদুকর' বলা হয়। টোকিয়ো অলিম্পিক্সে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জেতার পরের দিনই এই নাম পরিবর্তনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার টুইট করে নরেন্দ্র মোদী জানিয়েছেন, 'খেলরত্ন পুরস্কারের নাম মেজর ধ্যানচন্দের নামে করার জন্য দেশের প্রচুর নাগরিকের থেকে অনুরোধ পেয়েছিলাম। মতামত জানানোর জন্য তাঁদের ধন্যবাদ জানাই। তাঁদের ভাবাবেগকে সম্মান দিয়ে, খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচন্দ খেলরত্ন পুরস্কার হিসাবে ডাকা হবে।'
- Related topics -
- খেলাধুলা
- খেলরত্ন অ্যাওয়ার্ড
- নরেন্দ্র মোদি
- রাজীব গান্ধী
- মেজর ধ্যানচন্দ্র