রাজনৈতিকরাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা নিলেন বিধায়ক পদ থেকে, প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেবেন তিনি
গত ২২ জানুয়ারি মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ পত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী কাছে। পদত্যাগ পত্র যায় রাজ্যপালের কাছেও। তবে মন্ত্রিত্ব ছাড়লেও তখনও ডোমজুড়ের বিধায়ক পদেই ছিলেন তিনি। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছেছেন রাজীবন বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি প্রকাশ্য সভায় একাধিকবার দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। এই ঘটনা প্রবাহ চলছিল বহুদিন ধরেই। নির্বাচনের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। পাশাপাশি শহরে মোদী আসার ঠিক আগের দিনেই এমন একটা ঘটনা রাজনৈতিক মহলে একাধিক জল্পনার রসদ জুগিয়েছে।