Rajendra Meghwar | পাকিস্তানে প্রথমবার পুলিশ আধিকারিকের দায়িত্ব পেলেন এক হিন্দু! বড় সাফল্য রাজেন্দ্রর

Tuesday, December 10 2024, 1:52 pm
Rajendra Meghwar | পাকিস্তানে প্রথমবার পুলিশ আধিকারিকের দায়িত্ব পেলেন এক হিন্দু! বড় সাফল্য রাজেন্দ্রর
highlightKey Highlights

পাকিস্তান পুলিশ সার্ভিসে (PSP) প্রথম কোনও হিন্দু অফিসার হিসেবে নিযুক্ত হলেন রাজেন্দ্র মেঘওয়ার নামে এক যুবক।


পাকিস্তানে ইতিহাস গড়লেন এক হিন্দু। পাকিস্তান পুলিশ সার্ভিসে (PSP) প্রথম কোনও হিন্দু অফিসার হিসেবে নিযুক্ত হলেন রাজেন্দ্র মেঘওয়ার নামে এক যুবক। তিনি ফয়সালাবাদের গুলবার্গ এলাকায় সহকারী পুলিশ সুপার পদে রয়েছেন। রাজেন্দ্রর বাড়ি পাকিস্তানের সিন্ধ প্রদেশে। চরম দ্রারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছেন রাজেন্দ্র। তবে ছোটবেলার থেকেই ছিলেন মেধাবী। বলা বাহুল্য, ২০২৩ সমীক্ষার বিচারে পাকিস্তানে ২৪ কোটি জনসংখ্যার মধ্যে ২ শতাংশ রয়েছেন হিন্দু। ফলে সব রকম প্রতিবন্ধকতা পেরিয়ে রাজেন্দ্রর এই সাফল্য নিতান্তই প্রশংসনীয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File