Train Accident | মাঝরাতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৮টি হাতি, লাইনচুত্য রাজধানী এক্সপ্রেসের ৫টি কামরা

Saturday, December 20 2025, 5:02 am
Train Accident | মাঝরাতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৮টি হাতি, লাইনচুত্য রাজধানী এক্সপ্রেসের ৫টি কামরা
highlightKey Highlights

সায়রং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের গতি বেশি থাকায় ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।


ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে অসমের হোজাই জেলায়। সূত্রের খবর, গতকাল মাঝরাতে হোজাই জেলায় ৮টি হাতিকে ধাক্কা মারে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস। উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের লমডিং ডিভিশনের যমুনামুখ ও কামপুর স্টেশনের মাঝে চাঙজুরাই এলাকায় দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ট্রেনের ইঞ্জিন সহ পাঁচটি কামরা লাইনচুত্য হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ টি হাতির। বন দপ্তরের কর্মীরা এসে একটি আহত হস্তিশাবককে উদ্ধার করেন। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, দুর্ঘটনায় ট্রেনের কোনও যাত্রী আহত হননি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File