RCB Captain 2025 | বিরাট নয়, বেঙ্গালুরু পেলো নয়া ক্যাপ্টেন! আইপিএলে RCBকে নেতৃত্ব দেবেন রজত!
Thursday, February 13 2025, 8:30 am
Key Highlightsনতুন মরশুমের জন্য RCB ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করেছে রজত পতিদারকে।
IPL ২০২৫ এর জন্য ক্যাপ্টেন ঘোষণা করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট নয়, নতুন মরশুমের জন্য RCB ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করেছে রজত পতিদারকে। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও IPLএ এই প্রথমবার নেতৃত্ব দেবেন তিনি। রজত পতিদার এখনও পর্যন্ত IPLর ২৭টি ম্যাচ খেলেছেন। তাঁর সংগ্রহে রয়েছে ৩৪.৭৪ গড়ে ৭৯৯ রান। ১৫৮.৮৫ স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেছেন রজত। IPLএ সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ সেঞ্চুরি করেছেন ৭টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১২ রানের।

