Rajasthan | বর্ষবরণের উৎসবে নাশকতার ছক! রাজস্থানে উদ্ধার ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি

Wednesday, December 31 2025, 1:33 pm
Rajasthan | বর্ষবরণের উৎসবে নাশকতার ছক! রাজস্থানে উদ্ধার ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি
highlightKey Highlights

৩১ ডিসেম্বর, বুধবার সকালে রাজস্থানের টঙ্ক জেলা থেকে উদ্ধার হলো বিপুল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি।


বর্ষবরণের আগে রাজস্থানে আতঙ্ক ছড়াল। ৩১ ডিসেম্বর, বুধবার সকালে রাজস্থানের টঙ্ক জেলা থেকে বিপুল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উদ্ধার করেছে বারোনি থানার পুলিশ। সূত্ৰের খবর, ওই মারুতি সিয়াজ় গাড়ি থেকে ইউরিয়া সারের বস্তায় লুকোনো ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গিয়েছে। এ ছাড়াও গাড়িটি থেকে প্রায় ২০০টি কার্তুজ এবং ছয় বান্ডিল সেফটি ফিউজ তার (প্রায় ১,১০০ মিটার) পাওয়া গিয়েছে। গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সুরেন্দ্র পাটোয়া এবং সুরেন্দ্র মোচি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File