WB Weather Update | জোড়া ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
জোড়া ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে প্রায় গোটা বঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস।
জোড়া ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে প্রায় গোটা বঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশি হবার সম্ভাবনা হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।