আবহাওয়া

Weather | উত্তরবঙ্গে এবার 'লাল সতর্কতা'! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি!

Weather | উত্তরবঙ্গে এবার 'লাল সতর্কতা'! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি!
Key Highlights

কলকাতায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হলেও থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। শুক্রবারের পর থেকে গোটা দক্ষিণবঙ্গেই কমতে চলেছে বর্ষণ। তবে প্রবল বর্ষার কারণে উত্তরের একাধিক জেলায় লাল সতর্কতা।

আবহাওয়ার খামখেয়ালিপনা সকাল থেকেই দেখছে শহর কলকাতা (Kolkata)। একবার কালো মেঘে ঢাকছে আকাশ। আবার কিছুক্ষণ পর রোদ ঝলমলে পরিষ্কার নীল আকাশ। আবার কয়েক ঘন্টা পরেই ঝড়-বৃষ্টি। ঘন্টা খানেক আগেই বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। জানা গিয়েছে এখন কয়কেদিন শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমই থাকবে কলকাতায়। গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টিপাত কম হলেও উত্তরবঙ্গে আরও বাড়লো সতর্কতা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৮৯ শতাংশ। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এখন শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বলেই খবর। দুয়েক পশলা বৃষ্টি ও ঝড় হলেও বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। তবে দু'দিন পর থেকে তাপমাত্রার সামান্য কমতে পারে।

আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শুক্রবারের পর বৃষ্টিপাত আবার কমতে চলেছে। পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জেলায় হঠাৎই কম বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। তবে আগের থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে, যা আরও কমের দিকেই এগোচ্ছে বলে জানা গিয়েছে। শহর কলকাতা সহ শহরতলীর আশপাশের বিভিন্ন এলাকা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আকাশ মেঘলা থাকছে। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বাড়ছে আদ্রতাজনিত অস্বস্তি।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমের দিকে থাকলেও উত্তরে চলছে ঝড়-বৃষ্টির  তান্ডব। জানা গিয়েছে, উত্তরে আরও বাড়তে চলেছে বর্ষা। বৃষ্টি , ঘূর্ণাবর্ত , নিম্নচাপ অক্ষরেখা মিলিয়ে উত্তরবঙ্গে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণের ফলে এবার কমলা সতর্কতা থেকে লাল সতর্কতা জারি হয়েছে উত্তরের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরের জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহারে (Cooch Behar) আজ অর্থাৎ বুধবার থেকেই অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ‌এছাড়াও মালদা (Malda) এবং দুই দিনাজপুরে (Dinajpurs) আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং (Darjeeling), কালিম্পঙে (Kalimpong)। জানা গিয়েছে, আগামী শনি-রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই মুহূর্তে  উত্তরপ্রদেশ (Uttar Pradesh), গুজরাত (Gujarat), পশ্চিম মধ্য বঙ্গোপসাগর (West Central Bay of Bengal) এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরবঙ্গ এবং সিকিম (North Bengal and Sikkim) থেকে ছত্তিশগড় (Chhattisgarh) পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম (Assam), মেঘালয় (Meghalaya), অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh),  নাগাল্যান্ড (Nagaland), মিজোরাম (Mizoram), মণিপুরে (Manipur) আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিহার (Bihar), ঝাড়খন্ড (Jharkhand), উড়িষ্যতে (Orissa) এই সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। পাশপাশি দক্ষিণ ভারতের কেরালা (Kerala), মাহে (Mahe), অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টি হবে কঙ্কন (Konkan), গোয়াঘাট (Guwahati) এলাকা এবং মধ্য মহারাষ্ট্রে (Maharashtra)।


DRDO | জলের গভীরে নিঃশব্দে শত্রুনিধন! AUV এর সফল পরীক্ষা করল DRDO
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]