WB Weather | সপ্তাহ শেষে বৃষ্টির পূর্ভাবাস! আজ বর্ষণে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলা
শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে বঙ্গে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। শনিবার রাজ্যের ১০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে। ২৩ তারিখের পর ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে নামতে পারে। উত্তরবঙ্গে শুধুই দার্জিলিং এবং কালিম্পংয়ে শনিবার বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।