Jammu-Kashmir Flood | বৃষ্টি-বন্যা -ভূমিধসে অবরুদ্ধ কাশ্মীরের একাধিক জাতীয় সড়ক! মৃত্যু ৩ জনের, ঘরছাড়া শতাধিক!

বিগত কয়েক দিন ধরে হওয়া বৃষ্টিপাতে জেরে ‘ফুঁসছে’ চেনাব নদী। যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর।
বিগত কয়েক দিন ধরে হওয়া বৃষ্টিপাতে জেরে ‘ফুঁসছে’ চেনাব নদী। যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। ভারী বৃষ্টিপাতের জেরে চেনাব নদীতে বন্যার সৃষ্টি হয়েছে। হয়েছে ভূমিধসও। কার্যত বৃষ্টিপাত, বন্যা ও তার জেরে হওয়া ভূমিধসে অবরুদ্ধ কাশ্মীরের একাধিক জাতীয় সড়ক। প্রকৃতির কোপে মৃত্যু হয়েছে ৩ জনের। রাতারাতি ঘরছাড়া শতাধিক। স্থানীয় সূত্রে খবর, ভূমিধসে ১০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। গুরুতর ভাবে জখম হয়েছেন ২৫ থেকে ৩০ জন গ্রামবাসী। ভূমিধসের জেরে বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দুই শিশু সহ এক বৃদ্ধর।