Train Cancel | রেলপথে ভোগান্তি অব্যাহত, আবারও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

Wednesday, February 19 2025, 5:31 pm
highlightKey Highlights

কোথাও রেললাইনে মেরামত করা হবে, কোথাও আবার হবে রেল সেতু। চলবে ইন্টারলকিংয়ের কাজও। রক্ষণাবেক্ষণের জন্য বাতিল হল আরও বেশ কয়েকটি দূরপাল্লা ট্রেন।


২০ ও ২১ ফেব্রুয়ারি বাতিল থাকবে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস(১২৩১১, ১২৩১২), যোধপুর হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস(১২৩০৮)। ২০ ফেব্রুয়ারি বাতিল হয়েছে ইন্দোর হাওড়া শিপ্রা এক্সপ্রেস(২২৯১১), আগ্রা ক্যানটনমেন্ট হাওড়া চম্বল এক্সপ্রেস(২০৯৭৬),আহমেদাবাদ জংশন আসানসোল উইকলি এক্সপ্রেস(১৯৪৩৫), মধুপুর আনন্দবিহার টার্মিনাল বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর এক্সপ্রেস(২২৪৬৫)। ২১ ফেব্রুয়ারি বাতিল হয়েছে হাওড়া বিকানির সুপার ফাস্ট এক্সপ্রেস(২২৩০৭), হাওড়া মথুরা জংশন চম্বল এক্সপ্রেস(১২১৭৭)। ২৩ তারিখের হাওড়া যোধপুর সুপার ফাস্ট এক্সপ্রেস(১২৩০৭)সহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File