IRCTC | চলন্ত ট্রেন থেকে রেললাইনে ময়লা ফেলছেন রেলকর্মীই! ভিডিও প্রকাশ্যে আসতেই সাসপেন্ড কর্মী
Thursday, March 6 2025, 5:58 pm
Key Highlightsনেট দুনিয়ায় ভাইরাল হল এক কর্মীর চলন্ত ট্রেন থেকে রেললাইনে ময়লা ফেলার ভিডিও। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্মীকে চাকরি থেকে বহিষ্কার ও জরিমানা করা হলে।
নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এক আজব ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে বাথরুমের দেওয়ালে লাগানো ময়লা ফেলার বাক্স থেকে নোংরা, এঁটো জিনিস দরজা খুলে ফেলছেন বাইরে ফেলছেন এক রেলকর্মী। চলন্ত ট্রেন থেকে সেই ময়লা গিয়ে পড়ছে সোজা রেললাইনের ওপর। আশেপাশের লোক তাঁর এই ব্যবহারে আপত্তি করলেও কানে তুলছেন না তিনি। সূত্রের খবর, লোকটি আইআরসিটিসির এক অন বোর্ড হাউসকিপিং সার্ভিস (ওবিএইচএস) কর্মী। ভিডিও প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট কর্মীকে চাকরি থেকে বহিষ্কার ও জরিমানা করেছে রেল।
- Related topics -
- দেশ
- রেলমন্ত্রী
- রেলওয়ে বোর্ড
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- রেলওয়ে অফিসার
- রেল পরিষেবা
- বর্জ্য পদার্থ
- ভাইরাল

