ঘুরল রেলের চাকা, স্টেশন থেকে কামরা সকলকে কোভিড বিধি মানার জন্য প্রচার করছে রেল কর্তৃপক্ষ!

Wednesday, November 11 2020, 10:34 am
ঘুরল রেলের চাকা, স্টেশন থেকে কামরা সকলকে কোভিড বিধি মানার জন্য প্রচার করছে রেল কর্তৃপক্ষ!
highlightKey Highlights

মারণ ভাইরাস করোনা বিরুদ্ধে এখনও গোটা বিশ্ব লড়াই করে চলেছে। কিন্তু, দৈনন্দিন দিনের কথা মাথায় রেখে প্রায় ৮ মাস পরে সমস্ত সতর্কতা বিধি মেনে আজ থেকে রাজ্যে চালু হল লোকাল ট্রেন। এই খবর আমজনতার কাছে স্বস্থির হলেও রাজ্য-রেল-প্রশাসনের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। কারণ, হাজারো ব্যাস্ততার মধ্যে যাত্রীরা কতটা নিয়ম মেনে চলবে তার কোনো গ্যারান্টি নেই। এদিন রেল কর্তৃপক্ষ থেকে রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু করে রেলের কামরা পর্যন্ত, সব জায়গায় মাইকে নিয়মবিধি মেনে চলার জন্য ঘোষণা করে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File