রাজ্য

Railway | রেলযাত্রার অভিজ্ঞতা হবে আরও উন্নত ও সুরক্ষিত, ৫৩টি VSS বসল পূর্ব রেলে!

Railway | রেলযাত্রার অভিজ্ঞতা হবে আরও উন্নত ও সুরক্ষিত, ৫৩টি VSS বসল পূর্ব রেলে!
Key Highlights

বিভিন্ন স্টেশনে বসানো হচ্ছে কোচের জন্য সূচক বোর্ড (CIBS), ট্রেন ইন্ডিকেশন বোর্ড (TIBS), টাওয়ার ক্লক, ভিডিও ওয়াল, এলইডি ডিসপ্লে এবং একটি বিস্তৃত ভিডিও সারভিলিয়েন্স সিস্টেম (VSS)।

রেলযাত্রার অভিজ্ঞতা আরও উন্নত ও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিলো রেল কর্তৃপক্ষ। বিভিন্ন স্টেশনে বসানো হচ্ছে কোচের জন্য সূচক বোর্ড (CIBS), ট্রেন ইন্ডিকেশন বোর্ড (TIBS), টাওয়ার ক্লক, ভিডিও ওয়াল, এলইডি ডিসপ্লে এবং একটি বিস্তৃত ভিডিও সারভিলিয়েন্স সিস্টেম (VSS)। ট্রেন কখন স্টেশনে ঢুকছে, কখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সে সম্পর্কে রিয়েল টাইম তথ্য থাকবে ওই সূচক বোর্ডে। ২০২৫ এর ফেব্রুয়ারির মধ্যে পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে মোট ৫৩টি এলইডি টিভি ও ১১টি স্টেশনে ভিডিয়ো ওয়াল লাগিয়েছে।