পরিবহন

রাজ্য-রেল বৈঠকে সিদ্ধান্ত ঘোষণা, হাওড়া-শিয়ালদা মিলিয়ে ২০০টি লোকাল ট্রেন চলবে।

রাজ্য-রেল বৈঠকে সিদ্ধান্ত ঘোষণা, হাওড়া-শিয়ালদা মিলিয়ে ২০০টি লোকাল ট্রেন চলবে।
Key Highlights

রাজ্যে রেল চলাচলের ব্যাপারে রাজ্য-রেল বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করল। অফিস টাইমে হাওড়া-শিয়ালদা মিলিয়ে আনুমানিক ২০০টি লোকাল ট্রেন চালাবে রেল। অন্য সময়ে কটি ট্রেন চলবে তার সিদ্ধান্ত নেবে রেল। নবান্নে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে এই মুহূর্তে প্রতিদিন কত মানুষ কলকাতামুখী হন? সেই হিসেবের ভিত্তিতেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। সূত্রের দাবি, লোকাল ট্রেন চালু হলে, অধিকাংশই যে গ্যালোপিং হবে, তা কার্যত নিশ্চিত। অতিমারীর আগে কোন স্টেশনে কতটা ভিড়ের চাপ ছিল, তা নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই স্টেশনগুলির গুরুত্ব নির্ধারণ করা হবে। সেই হিসেব অনুযায়ী, লোকাল ট্রেনের একটি সম্ভাব্য টাইম টেবিল তৈরি করা হবে।