টেকনোলজি

রেলের টিকিট সংরক্ষণের তথ্য এবার টুইটার-ফেসবুকে, বাড়ছে যাত্রীদের প্রযুক্তি নির্ভরতা

রেলের টিকিট সংরক্ষণের তথ্য এবার টুইটার-ফেসবুকে, বাড়ছে যাত্রীদের প্রযুক্তি নির্ভরতা
Key Highlights

ট্রেনের টিকিট সংরক্ষণ সংক্রান্ত তথ্য পাওয়া এখন আরও সহজ। যাত্রীদের কথা মাথায় রেখে প্রযুক্তি নির্ভর হচ্ছে রেল পরিষেবা। তাই এবার থেকে টুইটার, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতেও মিলবে ট্রেনের আসন সংরক্ষণের তথ্য। এমনটাই জানিয়েছে ইস্ট সেন্ট্রাল রেল। ট্রেনের টিকিট সংরক্ষণ সম্পর্কিত যাবতীয় তথ্য এবার টুইটার ও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে। ইস্ট সেন্ট্রাল রেল ইতিমধ্যে এই ব্যবস্থা চালু করে ফেলেছে। ওই রেলের সিপিআরও জানিয়েছেন, তাঁদের নির্দিষ্ট টুইটার হ্যান্ডেলে গেলে টিকিট সংরক্ষণের সম্পর্কিত তথ্য জানা যাবে। ওই রেলের আওতাধীন ট্রেনের আসন সংরক্ষণের কী ব্যবস্থা রয়েছে, কোনও ট্রেনে আসন আছে কি না, তাও বিস্তারিত জানা যাবে।