Sodepur | সোদপুরে রেলগেট ভেঙে বিপত্তি! ব্যাহত যান চলাচল! সমস্যা হচ্ছে ট্রেন চলাচলেও!
Tuesday, March 25 2025, 1:51 pm

মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ সোদপুরের ৮ নম্বর রেলগেটটি ভেঙে সামারি.
সোদপুরে রেলগেট ভেঙে বিপত্তি! ব্যাহত যানচলাচল! সমস্যা হচ্ছে ট্রেন চলাচলেও! মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ সোদপুরের ৮ নম্বর রেলগেটটি ভেঙে যায়। একটি লরি সোদপুর রাসমণি মোড় থেকে বিটি রোডে ওঠার সময়ে ৮ নম্বর রেলগেট পার করার আগেই আচমকা ধাক্কা মারে রেলগেটে। খবর পেয়ে দ্রুত রেলগেট মেরামত করার জন্য পদক্ষেপ করা হয়। বর্তমানে রেল আধিকারিকদের উপস্থিতিতেই আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল করছে বলে খবর। তবে গির্জা মোড় এবং কাঁচকল মোড় থেকে কোন গাড়ি ৮ নম্বর রেলগেটের দিকে যেতে দেওয়া হচ্ছে না।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- ট্রেন
- যানবাহন