রাজ্য

ফের রেল অবরোধ সোনারপুরে, অবরোধের জেরে আটকে পড়েছে স্টাফ স্পেশ্যাল ট্রেনগুলি

ফের রেল অবরোধ সোনারপুরে, অবরোধের জেরে আটকে পড়েছে স্টাফ স্পেশ্যাল ট্রেনগুলি
Key Highlights

লোকাল ট্রেন চালানোর দাবিতে বৃহস্পতিবার আবারও সোনারপুর স্টেশনে রেল লাইনের ওপর বসে পড়ে রেল অবরোধে সামিল কয়েক শো নিত্যযাত্রী। আগামীকালও একই দাবিতে অবরোধ করা হয় । পরে পূর্বরেল কর্তৃপক্ষ ও সোনারপুর থানার হস্তক্ষেপে শেষমেশ অবরোধ ওঠে। কিন্তু এখনো নিজেদের দাবি থেকে সরেননি অবরোধকারীরা। বৃহস্পতিবারও সকাল ৭টা থেকে রেল লাইনে বসে রয়েছেন কয়েক শো নিত্যযাত্রী, যার ফলে স্টাফ স্পেশ্যাল ট্রেনগুলি আটকে পড়েছে। অবরোধকারীদের দাবি, এই স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠার অনুমতি দিতে হবে তাঁদের নাহলে চালু করতে হবে লোকাল ট্রেন।