Train Blockade | ফের ডায়মন্ড হারবার-শিয়ালদহ লাইনে রেল অবরোধ, ভোগান্তি নিত্যযাত্রীদের
Thursday, April 17 2025, 4:48 am

সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ। যার জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত বঙ্গ। বুধের পর ফের বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ। এদিন সকাল ৬টা নাগাদ শিয়ালদহ দক্ষিণের ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান যাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিকরা। তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলার চেষ্টা করে। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রেল অবরোধের জেরে একাধিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপ ও ডাউনের ট্রেন। এর ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি হচ্ছে।