R Praggnanandhaa | ফের প্রজ্ঞার বাজিমাত! নরওয়েতে বিশ্বচ্যাম্পিয়ন ডিংকে হারালেন আর প্রজ্ঞানন্দ!

Tuesday, June 4 2024, 6:25 am
R Praggnanandhaa | ফের প্রজ্ঞার বাজিমাত! নরওয়েতে বিশ্বচ্যাম্পিয়ন ডিংকে হারালেন আর প্রজ্ঞানন্দ!
highlightKey Highlights

কার্লসেন, কারুয়ানার পর নরওয়েতে বিশ্বচ্যাম্পিয়ন ডিংকে হারালেন প্রজ্ঞানন্দ।


কার্লসেন, কারুয়ানার পর নরওয়েতে বিশ্বচ্যাম্পিয়ন ডিংকে হারালেন প্রজ্ঞানন্দ। সোমবার আবারও তারকা দাবাড়ুকে হারিয়ে চমকে দিয়েছেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দিয়েছেন আর্মাগেডন গেমে। সোমবার আর্মাগেডন গেমে তিনি ডিং লিরেনকে হারিয়ে দিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দাবাড়ুর মধ্যে। তবে শেষ হাসি হেসেছেন ভারতীয় দাবাড়ুই। যদিও ধ্রুপদী দাবায় ড্র করেছিলেন দুই তারকা। তবে এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন কার্লসেন। সোমবার অবশ্য আর্মাগেডনে তিনি নাকামুরার কাছে হার মানেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File