R G Kar | শুরু হলো সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট! বেওয়ারিশ লাশ পাচারের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে
Sunday, August 25 2024, 11:51 am

অবশেষে আজ, রবিবার অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট শুরু করেছেন গোয়েন্দা আধিকারিকরা।
অবশেষে আজ, রবিবার অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট শুরু করেছেন গোয়েন্দা আধিকারিকরা। ইতিমধ্যে সন্দীপ ঘোষ সহ মোট চারজনের পলিগ্রাফ টেস্ট শনিবারই করেছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, জেরায় বারবার গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন অভিযুক্ত ব্যক্তি। এদিকে ছাত্র থেকে ডাক্তার, সবার ওপরেই খবরদারি চলতো সন্দীপ ঘোষের, এমনটাই উঠছে অভিযোগ। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগ বেওয়ারিশ লাশ পাচার করে দেওয়া হত। একই রকম অভিযোগ তুললেন ওই হাসপাতালের মর্গের প্রাক্তন কর্মীও।
- Related topics -
- আর জি কর কান্ড
- শহর কলকাতা
- সিবিআই
- ক্রাইম