আন্তর্জাতিক

Dhaka University | ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে কোরানের ক্লাস! 'এভাবেই জেগে উঠেছে জম্বিদের জগত', লিখলেন তসলিমা!

Dhaka University | ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে কোরানের ক্লাস! 'এভাবেই জেগে উঠেছে জম্বিদের জগত', লিখলেন তসলিমা!
Key Highlights

বদলের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে কোরানের ক্লাস! এই ঘটনা নিয়ে এবার ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন লেখিকা তসলিমা নাসরিন।

বদলের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে কোরানের ক্লাস! এই ঘটনা নিয়ে এবার ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার তসলিমা ফেসবুকে লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় কোরান হাদিসের ক্লাস হচ্ছে। প্রতি সপ্তাহে হবে। বিজ্ঞান ভুলে যাক ছাত্ররা। অলৌকিকতার চর্চা হতে থাকুক। এভাবেই জেগে উঠুক জম্বিদের জগত। এভাবেই জেগে উঠেছে জম্বিদের জগত।’প্রসঙ্গত, জুলাই ও আগস্ট মাসের ‘গণঅভ্যুত্থানে’ শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ কাওয়ালি গানের আসরও অনুষ্ঠিত হয়।