Bangladesh Quota Movement | কোটা ৩০ শতাংশ থেকে ৫ শতাংশে কমিয়েও থামলো না আন্দোলন! আর কী কী দাবি রাখছে বাংলাদেশের ছাত্রসমাজ?
রবিবার এই মামলায় মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ ৩০ থেকে ৫ শতাংশে কমানোর রায় দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তাতেও থামেনি আন্দোলন।
কোটা বিরোধী আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। রবিবার এই মামলায় মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ ৩০ থেকে ৫ শতাংশে কমানোর রায় দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তাতেও থামেনি আন্দোলন। বরং বাকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের ছাত্রসমাজ প্রতিবাদ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। সূত্রের খবর, ৫ শতাংশ সংরক্ষণেও তাঁদের আপত্তি। তাঁরা চাইছেন, পুরোপুরি কোটা তুলে দেওয়া হোক। সেইসঙ্গে এই আন্দোলনে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের দ্রুত মুক্তি দেওয়া হোক নিঃশর্তে। আর দমনপীড়নে যেসব পুলিশ আধিকারিকরা জড়িত, তাঁরা পদত্যাগ করুক।