আন্তর্জাতিক

Balochistan | বালোচিস্তানের বিস্ফোরণে মৃত ২৪! ভিড়ে ঠাসা রেলস্টেশনে আত্মঘাতী হামলর কথা স্বীকার করল BLA

Balochistan | বালোচিস্তানের বিস্ফোরণে মৃত ২৪! ভিড়ে ঠাসা রেলস্টেশনে আত্মঘাতী হামলর কথা স্বীকার করল BLA
Key Highlights

কোয়েটার রেলস্টেশনে আত্মঘাতী হামলায় ২৪ জন নিহত, বিএলএ দায় স্বীকার করেছে।

পাকিস্তানের বালোচিস্তানের রাজধানী কোয়েটায় বিস্ফোরণে নিহত অন্তত ২৪! মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। আহত অসংখ্য! জানা গিয়েছে, শনিবার একটি ভিড়ে ঠাসা রেলস্টেশনে আত্মঘাতী হামলা হয়। এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। এ হামলার পরই হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করে পাক সরকার।উল্লেখ্য, পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে বালোচরা।