India-Qatar | ভারতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কাতার! দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে দ্বিগুণ! সই হলো চুক্তি!

মঙ্গলবার কাতারের আমির বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
আগামী পাঁচ বছরের মধ্যে ভারত এবং কাতারের মধ্যে বাণিজ্য বাড়বে দ্বিগুণ। সোমবার দুই দিনের ভারত সফরে আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার কাতারের আমির বৈঠক সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সেখানে ভারত এবং কাতারের মধ্যে বাণিজ্য সহ একাধিক বিষয়ে চুক্তি হয়েছে। যৌথ বিবৃতিতে দুই দেশ জানিয়েছে যে ভারতে বিভিন্ন ক্ষেত্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে কাতার। আগামী পাঁচ বছরের মধ্যে দুদেশের বাণিজ্য বেড়ে বছরে ২৮ বিলিয়ন ডলার হবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।