PV Sindhu | ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলছেন পিভি সিন্ধু! পাত্র কে জানেন?

Tuesday, December 3 2024, 7:14 am
highlightKey Highlights

চলতি মাসেই বিয়ের বাঁধনে আবদ্ধ হতে চলেছেন ভারতের সোনার মেয়ে পিভি সিন্ধু|


চলতি মাসেই বিয়ের বাঁধনে আবদ্ধ হতে চলেছেন ভারতের সোনার মেয়ে পিভি সিন্ধু। ২৯ বছর বয়সী অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শাটলারের স্বামী হতে চলেছেন হায়দরাবাদের বাসিন্দা, তথ্য প্রযুক্তি সংস্থা পোসিডেস্ক টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেঙ্কট দত্ত সাই। জানুয়ারি থেকে পর পর টুর্নামেন্ট থাকায় ডিসেম্বরের মধ্যে বিয়ে সারছেন সিন্ধু। কম সময়ের মধ্যে হলেও বিয়েটা হচ্ছে রাজকীয়ভাবে। প্রাক বিয়ে পর্ব শুরু হবে ২০ ডিসেম্বর। ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে হবে বিয়ে। ২৪ তারিখে দুই পরিবার মিলিয়ে রিসেপশন হবে হায়দরাবাদে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File