PV Sindhu | জাপানকে হারিয়ে ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু
Friday, January 17 2025, 8:36 am
Key Highlightsইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু!
ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু! বিশ্বের ৪৬ নম্বর শাটলার জাপানের মানামি সুইজুকে ২১-১৫, ২১-১৩ ফলাফলে হারালেন সিন্ধু। ম্যাচ জিতে সিন্ধু বলেন, ‘এরপর আরও কঠিন ম্যাচ আসছে’। এরপর ম্যাচে শেষ আটে সিন্ধু মুখোমুখি হবেন প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জপদকজয়ী মারিসকা টুংজুংয়ের। প্রসঙ্গত, ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে পরপর হেরেছেন এইচএস প্রণয়, লক্ষ্য সেন, প্রিয়াংশুরা। এরপরই ভারতের হাল টেনে ধরলেন পিভি সিন্ধু।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- ব্যাডমিন্টন
- পিভি সিন্ধু
- জাপান

