বিনোদন

Oscar 2025 । অস্কারের বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে বাংলা ছবি ‘পুতুল’, আপ্লুত পরিচালক ইন্দিরা ধর

Oscar 2025 । অস্কারের বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে বাংলা ছবি ‘পুতুল’, আপ্লুত পরিচালক ইন্দিরা ধর
Key Highlights

অস্কারের দৌড়ে বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে জায়গা পেল ইন্দিরা ধর মুখোপাধ্যায় (Indira Dhar Mukherjee) পরিচালিত ও প্রযোজিত ‘পুতুল’ (Putul)৷

অস্কার নমিনেশনের তালিকা প্রকাশ্যে এনেছিলো 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’। দেখা গেলো অস্কারের বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে জায়গা পেয়েছে বাংলা সিনেমা ‘পুতুল’৷ ছবিটির পরিচালক ও প্রযোজক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। এই প্রথম কোনো বাংলা ছবি অস্কারের বেস্ট পিকচার্স ক্যাটেগরিতে স্থান পেলো৷ ‘বেস্ট পিকচার’ ক্যাটেগরিতে রয়েছে ৭টি ভারতীয় ছবি: পুতুল (বাংলা), কানগুভা (তামিল), আদুজীভাথাম (হিন্দি), সন্তোষ (হিন্দি), স্বতন্ত্র বীর সাভারকার(হিন্দি), অল উই ইমাজিন অ্যাস লাইট(মালায়ালাম হিন্দি), গার্লস উইল বি গার্লস(হিন্দি ইংরাজি)।