Russia-India | 'ভারতীয় পণ্য না কিনলে..', ট্রাম্পকে বেকায়দায় ফেলে বড় ঘোষণা করল 'বন্ধু' রাশিয়ার!

দিল্লিতে পুতিনের দূত রোনাম বাবুশকিন জানিয়েছেন, আমেরিকা যদি ভারতীয় পণ্য না কেনে তা হলে নিজের বাজার খুলে দেবে রাশিয়া।
ট্রাম্পের শুল্কনীতির জেরে বদলে গিয়েছে ভারতের বিদেশনীতি। সম্প্রতি রুশ তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। সেই আবহে ভারতের পাশে থেকে ট্রাম্পকে বেকায়দায় ফেলে বড় ঘোষণা করল 'বন্ধু' রাশিয়া। দিল্লিতে পুতিনের দূত রোনাম বাবুশকিন জানিয়েছেন, আমেরিকা যদি ভারতীয় পণ্য না কেনে তা হলে নিজের বাজার খুলে দেবে রাশিয়া। এমনকি নিয়মিত অশোধিত তেলও জোগান দেওয়া হবে ভারতকে। তাঁর কথায়,“মার্কিন নিষেধাজ্ঞা ডলারের উপর ভরসা কমাচ্ছে। এই মার্কিন চাপ একতরফা এবং অন্যায্য। অর্থনিতীকে হাতিয়ার করছে আমেরিকা।”