Pushpak Train Accident | অগ্নিকাণ্ডের আতঙ্কের জেরে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ! অন্তত ৭ জনকে পিষে দিলো পাশের ট্রেকের ট্রেন
অগ্নিকাণ্ডের আতঙ্কের জেরে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু একাধিক যাত্রীর!
মহারাষ্ট্রে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা! অগ্নিকাণ্ডের আতঙ্কের জেরে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু একাধিক যাত্রীর! সূত্রে খবর, এদিন পুষ্পক এক্সপ্রেসে আগুন লেগেছে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ রক্ষা করতে মহারাষ্ট্রের জলগাঁওয়ের পারান্দা রেল স্টেশনের কাছে চলন্ত ওই ট্রেন থেকে ঝাঁপ দেন একাধিক যাত্রী। কিন্তু সেই মুহূর্তেই পাশের ট্র্যাক দিয়ে আসা কর্নাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তাদের। সেন্ট্রাল রেলওয়ের এক সূত্র মারফত খবর, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
- ট্রেন
- ট্রেন দুর্ঘটনা
- ভারতীয় রেল
- মৃত্যু
- অগ্নিকান্ড