Allu Arjun । গ্রেফতারির কয়েক ঘন্টার মধ্যেই জামিন! রেকর্ড গড়লেন 'পুষ্পা' রাজ অল্লু অর্জুন

Friday, December 13 2024, 1:58 pm
highlightKey Highlights

শুক্রবার নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন ‘পুষ্পা’ রাজ অল্লু অর্জুন। কয়েক ঘণ্টার মধ্যেই অন্তবর্তী জামিন পেলেন তিনি।


শুক্রবার নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন ‘পুষ্পা’ রাজ অল্লু অর্জুন। কয়েক ঘণ্টার মধ্যেই অন্তবর্তী জামিন পেলেন তিনি। সূত্রের খবর, ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আসলে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল 'পুষ্পা ২' র প্রিমিয়ার। হঠাৎ করে সেখানে হাজির হন অল্লু। তাঁকে দেখতে থিয়েটারে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৯বছরের রেবতী, গুরুতর অসুস্থ হয় তাঁর ছেলেও। নিরাপত্তার গাফিলতির মামলায় ১৪ দিনের জেল হেফাজত হয় অল্লুর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File