Kolkata Metro | টালিগঞ্জের সঙ্গে জুড়বে মেট্রোর পার্পল লাইন! লাভবান হবেন বেহালা, ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ অংশের মানুষ!

আরও প্রশস্ত হচ্ছে কলকাতা মেট্রোর শাখা। এবার পার্পল লাইনকে টালিগঞ্জের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হলো।
আরও প্রশস্ত হচ্ছে কলকাতা মেট্রোর শাখা। এবার পার্পল লাইনকে টালিগঞ্জের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হলো। সূত্রে খবর, একটি আলাদা লাইনের মাধ্যমে জোকা করিডরের মেট্রোকে টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল হয়ে দুটি টানেলের মাধ্যমে টালিগঞ্জে আসবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বেহালা, ঠাকুরপুকুর সহ বিস্তীর্ণ অংশের মানুষ লাভবান হবেন। পরিকল্পনা অনুযায়ী, টালিগঞ্জ স্টেশনেও কলকাতা মেট্রোর ব্লু লাইন এবং পার্পল লাইনের মতো ‘ইন্টারচেঞ্জ’ পয়েন্ট তৈরি হবে।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো কর্তৃপক্ষ