Puri Jagannath Temple | আলোকসজ্জায় সেজে উঠবে পুরীর জগন্নাথ মন্দির! দেখা যাবে ১০ কিলোমিটার দূর থেকেও!

এই প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর, ১০ কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান হবে দ্বাদশ শতাব্দীতে তৈরি এই মন্দিরটি।
এবার পুরীর জগন্নাথ মন্দির সেজে উঠবে আলোকসজ্জায়। এই নিয়ে প্রস্তাব জানিয়েছে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA) কর্তৃপক্ষ। SJTAর মুখ্য প্রশাসক অরবিন্দ পাধী জানিয়েছেন, মন্দিরের গর্ভগৃহ ছাড়া অন্য সমস্ত এলাকায় এই আলোকসজ্জা করা হবে। এই প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর, ১০ কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান হবে দ্বাদশ শতাব্দীতে তৈরি এই মন্দিরটি। ইতিমধ্যে এই কাজের জন্য একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রাথমিক পর্যায়ে এর জন্য খরচ হবে ১৭ কোটি ১২ লক্ষ টাকা।
- Related topics -
- দেশ
- ভারত
- ওড়িশা
- মন্দির
- জগন্নাথ মন্দির
