Punjab | উদ্দেশ্য ছিল কাশ্মীরের সেনা ছাউনি উড়িয়ে দেওয়ার, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত পাঞ্জাবী তরুণ
Wednesday, September 17 2025, 5:06 pm
Key Highlightsতদন্তে নেমে হতবাক পাঞ্জাব পুলিশ। বাড়িতে বসেই বিভিন্ন রাসায়নিক দিয়ে প্রাণঘাতী বম্ব বানানোর কাজ করছিলেন গুরপ্রীত।
সেনা ছাউনি উড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হলো এক পাঞ্জাবি ছাত্র। পুলিশ সূত্রে খবর, ভাটিন্ডার জিদা গ্রামের গুরপ্রীত সিং ইন্টারনেটে ঘেঁটে অনলাইন ডেলিভারি সংস্থার মাধ্যমে ‘Sodium Azide’, ‘Lead nitrate’, Lead Azide’ রাসায়নিক অর্ডার দিয়েছিল। বোমা বানিয়ে কাশ্মীরের সেনা ছাউনি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। পাল্টা নিজের বাড়িতে পর পর দু’বার বিস্ফোরণে আহত হন গুরপ্রীত ও তাঁর বাবা জগতার সিং। গুরপ্রীত বলেছে, নিজের মোবাইলে জৈশ-ই-মহম্মদের মাসুদ আজহারের বেশ কিছু ভিডিয়ো দেখে অনুপ্রাণিত হয় সে।
- Related topics -
- দেশ
- পাঞ্জাব
- পাঞ্জাব প্রশাসন
- কাশ্মীর
- ভারতীয় সেনা
- গ্রেফতার

