দেশ

Pune Bridge Collapsed | পুনেতে সেতু ভেঙে বড় দুর্ঘটনা! ৫ পর্যটকের মৃত্যুর আশঙ্কা ! নদীতে ভেসে গেছেন ২৫-৩০ জন পর্যটক!

Pune Bridge Collapsed | পুনেতে সেতু ভেঙে বড় দুর্ঘটনা! ৫ পর্যটকের মৃত্যুর আশঙ্কা ! নদীতে ভেসে গেছেন ২৫-৩০ জন পর্যটক!
Key Highlights

পুনের কুন্ডমালায় ইন্দ্রায়ণি নদীর ওপরে অবস্থিত সেতু ভেঙে বড় দুর্ঘটনা!

পুনের কুন্ডমালায় ইন্দ্রায়ণি নদীর ওপরে অবস্থিত সেতু ভেঙে বড় দুর্ঘটনা! ৫ পর্যটকের মৃত্যুর আশঙ্কা ! সেতু ভেঙে নদীতে তলিয়ে গেছেন কমপক্ষে ২৫ থেকে ৩০ জন পর্যটক! জানা গিয়েছে, রবিবার ছুটির দিনে ওই সেতুতে ঘুরতে গিয়েছিল বহু পর্যটক। কিন্তু হঠাৎই মাঝখান আধখানা হয়ে যায় ব্রিজটি। প্রাথমিক ভাবে অনুমান, বয়সের কারণে ভেঙে পড়তে পারে সেতুটি। পাশাপাশি ছুটির দিন হওয়ায় সেই সেতুর উপরে জড়ো হয়েছিল প্রচুর পর্যটক। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমে পড়েছে ময়দানে।