হ্যাকিং এর নতুন পন্থা এবার পর্নোগ্রাফি, গোপন তথ্য ফাঁস করেই চলছে ব্ল্যাকমেল
Wednesday, March 31 2021, 7:19 am
Key Highlightsব্যক্তিগত তথ্য হস্তগত করা কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাপিশ করে দেওয়ার ঘটনা এখন অতিপরিচিত সকলের কাছেই। তবে এখন নতুন পন্থা নিয়েছে হ্যাকাররা। তাদের হাতিয়ার এখন পর্নোগ্রাফিই। হ্যাঁ, এমনটাই জানাচ্ছেন বৈশ্বিক সাইবার সুরক্ষা সংস্থাগুলি। তোলাবাজির এই নতুন পর্বের বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করছেন তাঁরা। সম্প্রতি একটি বহুজাতিক মার্কিন বেসরকারি সংস্থায় এভাবেই ‘অভিযান’ চালিয়েছে হ্যাকাররা। সংস্থাটির কর্ণধারের ব্যক্তিগত কম্পিটারের নিয়ন্ত্রণ কায়েম করে তারা। পর্ন সাইটে তাঁর অ্যাকাউন্ট-সহ, কম্পিউটারে ডাউনলোড করা একাধিক ভিডিওর স্ক্রিনশটও ডার্কনেটে প্রকাশ্য এনেছিল হ্যাকাররা। ব্ল্যাকমেলের মাধ্যমে আদায় করা হয় বড়ো অঙ্কের অর্থ।