প্রকাশ্যে শিবপুর শ্যুটআউট-এর হাড়হিম করা সিসিটিভি ফুটেজ: সূত্র জি ২৪ ঘন্টা!

Thursday, December 21 2023, 2:33 pm
প্রকাশ্যে শিবপুর শ্যুটআউট-এর হাড়হিম করা সিসিটিভি ফুটেজ: সূত্র জি ২৪ ঘন্টা!
highlightKey Highlights

দুই ব্যক্তি বাইকে করে তাঁদের গন্তব্যে যাবার সময় ৫ যুবক তাদের ঘিরে ফেলে ও খুব কাছ থেকে ৩-৪ রাউন্ড গুলি চালায়। প্রকাশ্যে খুন করা হয় বাইকের চালককে, তাঁর সাথী অভিযুক্তদের আটকাতে গেলে তাঁকে গুরুতরভাবে জখম করা হয়। জি ২৪ ঘন্টার কাছে আশা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, এই ঘটনার পর ওই ৫ জন দুষ্কৃতী হাতে পিস্তল নিয়ে হেটে হেটে পাড়া থেকে বেরিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানার অন্তর্গত রামকৃষ্ণ পুর লেনে। প্রাথমিকভাবে জানা গেছে প্রায় দুই বছর আগে সন্ধ্যা বাজার এলাকায় জিজুয়া নামে এক দুস্কৃতীকে খুনের বদলা নেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File