EM Bypass | বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে কলকাতার রাস্তায় প্রকাশ্যে খুন? মৃত্যু হলো ই এম বাইপাসের ধারে আক্রান্ত তরুণীর

Friday, January 31 2025, 9:08 am
highlightKey Highlights

কলকাতার ই এম বাইপাসের ধারে আক্রান্ত তরুণীর মৃত্যু হলো শুক্রবার সকালে।


কলকাতার ই এম বাইপাসের ধারে আক্রান্ত তরুণীর মৃত্যু হলো শুক্রবার সকালে। বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটন সংলগ্ন এলাকায় বাইপাস ধাবার কাছে ওই তরুণীকে ছুরি দিয়ে একাধিকবার কোপানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হলেও এদিন সকালে তার মৃত্যু হয়। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওয়াসিম আক্রম নামে একজনকে। আটক করা হয়েছে এক মহিলা সহ আরও কয়েকজনকে। পুলিশের সন্দেহ, শাহজাদির স্বামী মহম্মদ ফারুক আনসারির সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল মৃত তরুণীর। আর সেই রাগ থেকেই হামলার পরিকল্পনা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File