শহর কলকাতা

Kasba Rape Case | কসবা-কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের! মামলা করলেন আরজিকর ধর্ষণ ও খুন-কাণ্ডে প্রথম জনস্বার্থ মামলাকারী!

Kasba Rape Case | কসবা-কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের! মামলা করলেন আরজিকর ধর্ষণ ও খুন-কাণ্ডে প্রথম জনস্বার্থ মামলাকারী!
Key Highlights

কসবা আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে কলকাতা হাইকোর্টে এবার দায়ের হলো জনস্বার্থ মামলা।

কসবা আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে কলকাতা হাইকোর্টে এবার দায়ের হলো জনস্বার্থ মামলা। দুই পৃথক ব্যক্তি এই মামলা দায়েরের আবেদন জানান। দু’জনেরই আবেদন মঞ্জুর হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সৌম্যশুভ্র রায় এবং আরজিকর ধর্ষণ কাণ্ডে কলকাতা হাইকোর্টে প্রথম যিনি জনস্বার্থ মামলা করেছিলেন, সেই বিজয় সিঙ্ঘল কসবা কাণ্ডে মামলা দায়ের করেছেন। তাঁর দাবি,এই আইন কলেজের অনুমোদন নেই। তবুও কী করে একটা কলেজ চলছে? পাশাপাশি কলেজের ছাত্রীদের সুরক্ষার জন্য মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগের কথাও বলেন তিনি।