Digha Jagannath Temple | দিঘার জগন্নাথ মন্দির নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা! হাইকোর্টে মামলা করলেন আইনজীবী বাগচী!

উদ্বোধনের আগের থেকেই দিঘার জগন্নাথ মন্দির নিয়ে তৈরী হচ্ছে নানান বিতর্ক। এবার এই মন্দির নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা।
উদ্বোধনের আগের থেকেই দিঘার জগন্নাথ মন্দির নিয়ে তৈরী হচ্ছে নানান বিতর্ক। এবার এই মন্দির নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী কৌস্তভ বাগচী। মামলাকারী আইনজীবী কৌস্তভ বাগচীর অভিযোগ, ট্রাস্টে অনুদান দিলেই ঠিকানা দেখানো হচ্ছে হিডকো অফিসের। ফল প্রশ্ন, সরকার কি মন্দির তৈরি করতে পারে? তাহলে অনুদান দিলে আয়কর ছাড়ের কথা কেন বলা হচ্ছে? এরপরই আজ মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দেয়।