ফ্লয়েড কাণ্ডের স্মৃতি উসকে বিক্ষোভে উত্তাল ফ্রান্স! কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে মার পুলিশে।
Friday, November 27 2020, 12:10 pm

‘কৃষ্ণাঙ্গ নির্যাতনের’ বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফ্রান্স! সম্প্রতি প্যারিসে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশের হাতে মার খেতে দেখা যায়। অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই হামলা চালান পুলিশকর্মীরা। ওই ব্যক্তির উপর কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়। প্যারিসের একটি জায়গায় মাস্ক না পরার জন্য মাইকেল নামের এক মিউজিক প্রডিউসারকে বলপূর্বক তাঁর স্টুডিওতে ঢুকে গ্রেপ্তার করে একটি পুলিশদল। স্টুডিওর ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, মাইকেলকে প্রচণ্ড মারধর করছেন পুলিশকর্মীরা। এছাড়া, ওই স্টুডিওতে থাকা আরও নয় ব্যক্তিকেও মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো উত্তাল হয়ে উঠেছে দেশ। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত পুলিশকর্মীদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডারমানিন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফ্রান্স
- জর্জ ফ্লয়েড
- কৃষ্ণাঙ্গ নির্যাতন
- প্যারিস