Test Cricket | টেস্ট ক্রিকেটকে দুটো শ্রেণীতে ভাঙার প্রস্তাব! আলোচনায় বসবেন জয় শাহ-মাইক বায়ার্ড-রিচার্ড থম্পসন

Tuesday, January 7 2025, 2:07 pm
highlightKey Highlights

এবার টেস্ট ক্রিকেটকে দুটো শ্রেণীতে ভাঙার প্রস্তাব দিলো আইসিসি।


টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ও আরও আকর্ষণীয় করে তুলতে বড় সিদ্ধান্ত। এবার টেস্ট ক্রিকেটকে দুটো শ্রেণীতে ভাঙার প্রস্তাব দিলো আইসিসি। জানা গিয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বায়ার্ড, ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসনের সঙ্গে বৈঠক করবেন টেস্ট ক্রিকেটকে দুটো আলাদা আলাদা ডিভিশনে ভাঙার জন্য। সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটকে টায়ার ১ ও টায়ার ২ তে ভাঙা হবে। আইসিসির পরিকল্পনা অনুযায়ী, তিন দল একে অপরের বিরুদ্ধে তিন বছরে দু’বার করে টেস্ট খেলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File