Project Varsha | নিঃশব্দে বঙ্গোপসাগরে প্রবেশ করবে ডুবোজাহাজ! চিনা আগ্রাসনকে জবাব দিতে অন্ধ্রপ্রদেশে তৈরী হবে নৌঘাঁটি!

Tuesday, April 8 2025, 5:06 am
highlightKey Highlights

চিনা আগ্রাসনকে জবাব দিতে অন্ধ্রপ্রদেশে পরমাণু অস্ত্র বহনকারী ডুবোজাহাজগুলির জন্য তৈরী হতে চলেছে নৌঘাঁটি।


ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। চিনা আগ্রাসনকে জবাব দিতে অন্ধ্রপ্রদেশে পরমাণু অস্ত্র বহনকারী ডুবোজাহাজগুলির জন্য তৈরী হতে চলেছে নৌঘাঁটি। সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় গ্রাম রাম্বিলিতে তৈরি করা হবে এই সাবমেরিন বা ডুবোজাহাজ ঘাঁটি। এই ঘাঁটিতে পরমাণু শক্তিধর ডুবোজাহাজগুলির জন্য থাকবে টানেল। জানা যাচ্ছে, সকলের চোখকে ফাঁকি দিয়ে একেবারে নিঃশব্দে বঙ্গোপসাগরে প্রবেশ করবে ডুবোজাহাজগুলি। স্যাটেলাইটেও তা সনাক্ত করা যাবে না। এই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘বর্ষা প্রকল্প’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File