Intercontinental Cup । ঘোষণা হলো ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য ভারতীয় ফুটবল দলের ২৬ জনের সম্ভাব্য স্কোয়াড

Wednesday, August 21 2024, 2:32 pm
Intercontinental Cup । ঘোষণা হলো ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য ভারতীয় ফুটবল দলের ২৬ জনের সম্ভাব্য স্কোয়াড
highlightKey Highlights

ঘোষিত হলো ইন্টারকন্টিনেন্টাল কাপের ভারতীয় ফুটবল দলের সম্ভাব্য ২৬ জনের স্কোয়াড।


ঘোষিত হলো ইন্টারকন্টিনেন্টাল কাপের ভারতীয় ফুটবল দলের সম্ভাব্য ২৬ জনের স্কোয়াড। তিন গোলরক্ষক প্রভশুখন গিল, অমরিন্দর সিং এবং গুরপ্রিত সিং সান্ধু। ডিফেন্ডার নিখিল পুজারি, রাহুল ভেকে, চিঙলেনসানা সিং, আনোয়ার আলি, রোশন সিং নাওরেম, জয় গুপ্ত, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং। মাঝমাঠে রয়েছে জিকসন সিং, সুরেশ সিং ওয়াংজাম, মহেশ সিং নাওরেম, নন্দকুমার শেখর, লালেনমাউইয়া রাল্টে, মহম্মদ ইয়াশির, সাহাল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপা, লালিয়ানজুয়ালা রাল্টে, লালতাথাঙ্গা খাওলরিং। স্ট্রাইকার কিয়ান নাসিরি, এডমুন্ড লালরিন্ডিকা, মনবীর সিং এবং লিস্টন কোলাসো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File