খেলাধুলা

Open Badminton Tournament | ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের শুরুতেই ধাক্কা প্রিয়াংশু-প্রণয়-লক্ষ্যর! দ্বিতীয় রাউন্ডে নেই ভারতের কোনও বড় মুখ

Open Badminton Tournament | ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের শুরুতেই ধাক্কা প্রিয়াংশু-প্রণয়-লক্ষ্যর! দ্বিতীয় রাউন্ডে নেই ভারতের কোনও বড় মুখ
Key Highlights

দিল্লিতে শুরু হয়েছে ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের টুর্নামেন্ট। কিন্তু শুরুতেই ধাক্কা খেলেন প্রিয়াংশু রাজাওয়াত, প্রণয়, লক্ষ্য সেন।

দিল্লিতে শুরু হয়েছে ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের টুর্নামেন্ট। কিন্তু শুরুতেই ধাক্কা খেলেন প্রিয়াংশু রাজাওয়াত, প্রণয়, লক্ষ্য সেন। সিঙ্গলস বিভাগ থেকে ছিটকে গেলেন ভারতের সম্ভাবনাময় ক্রীড়াবিদরা। চিনা তাইপেয়েই প্রতিপক্ষ লিন চুন ইর বিরুদ্ধে ১৫-২১, ১০-২১ ফলে পরাজিত লক্ষ্য সেন। অন্যদিকে চোটাঘাতে জর্জরিত এইচএস প্রণয় ২১-১৬, ১৮-২১, ১২-২১ ফলে হেরে গেলেন। জাপানের কোদাই নারোয়াকার বিরুদ্ধে পরাজিত প্রিয়াংশুও। এর ফলে সুপার ৭৫০ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পুরুষদের সিঙ্গলসে ভারতের বড় মুখ কেউ নেই বললেই চলে।